• ঢাকা
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জামায়াত ভয়ংকর! লক্ষ্মীপুরে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
জামায়াত ভয়ংকর! লক্ষ্মীপুরে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল 
জামায়াত ভয়ংকর! লক্ষ্মীপুরে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল 

লক্ষ্মীপুর প্রতিনিধি : "তাদেরকে আপনারা চিনেন না অনেকেই। তাদের রুপ উপরে একরকম, ভিতরে আরেক রকম। যেখানে জামায়াত শক্তিশালী সেখানে তারা খুবই ভয়ংকর। আওয়ামী লীগ, বিএনপির থেকেও বেশি ভয়ংকর।" এভাবেই জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিয়ে কটাক্ষ করলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। গেল মঙ্গলবার জেলার সদর উপজেলার  দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা।.



বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াতের কর্মীরা বলে আওয়ামিলীগ ও বিএনপি এক। আপনা আসুন কিছু সূরা কেরাত তালিম দিবো। এগুলো বলে তাদের নিজস্ব কিছু বই দেয়। এর পর তারা সপ্তাহে পাঁচ টাকা, ১০ টাকা, এরপর ১০০ টাকা করে চাঁদা নেয়। এভাবে অনেক টাকা নিয়ে যাওয়ার পর ঐলোক ভাবে এখানে এতো টাকা বিনিয়োগ করলাম তাই সে আর এই দল থেকে বের হয়ে আসতে পারেনা। তাদের সাথে আমরা ছাত্র রাজনীতি করেছি তারা কি জিনিস আমরা জানি। এই জামায়াত খুবই ভয়ংকর। সুতরাং, বিএনপির কর্মীদের সতর্ক থাকতে হবে।.



অভিযোগ রয়েছে, কামরুজ্জামান সোহেল সাবেক যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর ঘনিষ্ঠজন ছিলেন। ওই পরিচয়ে আওয়ামী লীগের আমলে সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভাগিয়ে নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী নুরুদ্দিন চৌধুরী নয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বিএনপির এ নেতা। এই নিয়ে তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারও হয়েছিলো।.



এদিকে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে, জামায়াত ইসলামীকে ইসলামি সংগঠন নয় বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ উল্লাহ জনি। তিনি বলেন, ইসলামের নামে জামায়াত ধোঁকাবাজি করছে। জামায়াত ইসলাম কোন ইসলামি দল নয়। এরা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারাও আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দল। তাদের থেকে সাবধান থাকতে হবে এবং সাধারণ মানুষকেও সাবধান করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম দল জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির এই দুই নেতার বক্তব্যের সময় সভাস্থলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য।আবুল খায়ের ভূঁইয়া।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির নেতাদের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়ছে। এনিয়ে সমালোচনা ও তির্যক মন্তব্য চলছে বন্ধু প্রতিম দুই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এরই মাঝে বিগত আওয়ামীলীগ আমলে বিএনপির এ নেতাদের নানান বিতর্কিত কর্মকান্ডও তুলে ধরছেন রাজনৈতিক প্রতিপক্ষ ও নেটিজেনরা।

প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির বলেন, বিএনপি নেতাদের এ বক্তব্য দলীয় নয়, ব্যক্তিগত বলে মনে করছেন জামায়াত ইসলামী। আমরা এর নিন্দা জানাই। বক্তব্যের বিষয়ে জেলা বিএনপিকে জানানো হবে। তবে আমরা মনে করছি, ঐক্য ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে ফ্যাসিবাদের ইন্ধন বা প্ররোচনায় তাঁরা এধরনের বক্তব্য দিয়েছেন।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ